মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় একযোগে যশোর বোর্ডের অধীনে মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ৫১ জন এবং পাশের হার ৮৫.৪৪%। এবছর অন্যান্য বছরের চেয়ে ফেলের সংখ্যা বেশি। তবে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ এসএসসি পাশ করেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেশি।
নিচে উল্লেখ যোগ্য মাধ্যমিক বিদ্যালয় গুলোর এসএসসি পরীক্ষার ফলাফল উল্লেখ করা হলো- এ বছর মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৭ জন অংশ নিয়ে ২০১ জন কৃতকার্য হয়েছে। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪২ জন অংশ নিয়ে ২২৮ জন কৃতকার্য হয়েছে। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৭ জন অংশ নিয়ে ১৪৩ জন কৃতকার্য হয়েছে। যাদের মধ্যে একজন জিপিএ ৫ রয়েছে। চাঁদবিল সি.এম.সি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৪ জন অংশ নিয়ে একজন জিপিএ ৫ সহ ৪৬ জন কৃতকার্য হয়েছে।
এছাড়া যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৮ জন অংশ নিয়ে একশ’ জন কৃতকার্য হয়েছে। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৮ জন অংশ নিয়ে ৩৩ জন কৃতকার্য হয়েছে। কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬২ জন অংশ নিয়ে ৫০ জন কৃতকার্য হয়েছে। ভৈরব নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১৬ জন অংশ নিয়ে ১৩ জন কৃতকার্য হয়েছে। আর. আর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫০ জন অংশ নিয়ে ৪১ জন কৃতকার্য হয়েছে। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৭ জন অংশ নিয়ে ৮১ জন কৃতকার্য হয়েছে। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৮২ জন অংশ নিয়ে ৬৬ জন কৃতকার্য হয়েছে। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৬২ জন অংশ নিয়ে ৪৭ জন কৃতকার্য হয়েছে। কবি নজরুল শিক্ষা মঞ্জিল থেকে ৩৯ থেকে ২৭ জন কৃতকার্য হয়েছে। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৪৮ জন অংশ নিয়ে৪০ জন কৃতকার্য হয়েছে। হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪০ জন অংশ নিয়ে৩৬ জন কৃতকার্য হয়েছে। বলিয়ারপুর মাধ্যমিক বিদালয় থেকে ৭৭ জন অংশ নিয়ে ৫৪ জন কৃতকার্য হয়েছে। চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৬ জন অংশ নিয়ে ২০ জন কৃতকার্য হয়েছে। ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৫ জন অংশ নিয়ে ৫৪ জন কৃতকার্য হয়েছে।