এলজিইডির মাইক্রোবাসে পুলিশি তল্লাশি নারীসহ তিনজন আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

0
27

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ওসমানপুর থেকে ঢাকার আগারগাঁওয়ের এলজিইডির দুই গাড়িচালক ও তাঁদের সঙ্গে থাকা এক নারীকে চার কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওসমানপুর গ্রামে মাইক্রোবাস তল্লাশি করে ওই চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে থানার পুলিশ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত ২টার দিকে তাঁরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার লাগানো দ্রুতগতির একটি মাইক্রোবাস দেখতে পান। সন্দেহজনক হওয়ায় গাড়ির গতিরোধ করেন তাঁরা। এরপর পুলিশ ওই মাক্রবাসের চালকসহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সরকারি স্টিকার লাগানো গাড়িতে একজন মহিলা ও দুজন পুরুষ থাকায় পুলিশের সন্দেহ আরও দৃঢ হয়। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও এসআই নাঈম মাইক্রোবাসটিতে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে তাঁরা মাইক্রোবাসের মধ্যে প্লাস্টিক ব্যাগে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করেন এবং গাড়িতে থাকা ওই ২ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন। তাঁদের বহনকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোযুক্ত ঢাকা মেট্রো-চ- ৫৬৪২৭৯ মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। আটক দুই পুরুষ হলেন দিনাজপুর জেলার পার্বতীপুরের আব্দুল জলিলের ছেলে ইউসুফ আলী ও ফরিদপুর সদর উপজেলার সমোসপুর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে রিপন আলী। তাঁরা দুজন ঢাকার আগারগাঁওয়ের এলজিইডির গাড়িচালক বলে জানিয়েছেন। তাঁদের সঙ্গে থাকা আটক হামিদা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের আব্দুল করিমের মেয়ে। তিনি ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন।
আটক গাড়িচালক ইউসুফ আলী জানান, তাঁদের অফিসের নজরুল স্যার তাঁর এক বন্ধুকে ঢাকা থেকে কুষ্টিয়ায় নিয়ে যেতে বলেন। স্যারের ওই বন্ধুকে কুষ্টিয়ার বটতৈল নামক স্থানে নামিয়ে পূর্বপরিচিত হামিদা বেগমের বাড়িতে যান তাঁরা। রাতে তাঁকে গাড়িতে তুলে নিয়ে পূর্বপরিচিত কুষ্টিয়ার মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের ফরমান নামের একজনের জন্য অপেক্ষা করতে থাকেন তাঁরা। ফরমান গাঁজা নিয়ে গাড়িতে উঠলে ঢাকার উদ্দেশে তাঁরা রওনা দেন। এ সময় আলমডাঙ্গা থানার পুলিশ মাইক্রোবাসটির গতিরোধ করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করে। পুলিশ তিনজনকে আটক করতে পারলেও ফরমান পালিয়ে যান। আটক তিনজনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকালই সংশ্লিষ্ট মামলায় তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।
থানার ওসি (তদন্ত) গাজি শামিমুর রহমান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার লাগানো মাইক্রোবাসে করে চার কেজি গাঁজা বহনকালে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। দুজন ঢাকার আগারগাঁওয়ের এলজিইডির গাড়িচালক বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন। বিষয়টির সত্যতা যাচাই চলছে।