এমপি ছেলুনের সাথে আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির সৌজন্য সাক্ষাৎ

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টার, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মল্লিক, আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলাল উদ্দীন, নাজমুল হাসান লিমন মল্লিক, সিনিয়র সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি এ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সদস্য সাইফুর রহমান পিন্টু, রোকনুজ্জামান সোহাগ, সিরাজুল ইসলাম দেখি বাংলার রুপ গ্রুপের সদস্য শরিফুল ইসলাম সাকা, সেলিম হোসেন, রিপন, আব্দুল রাজ্জাক, মিশর বিশ্বাস, মোল্লা সেলিম, আসাদ, লাচ্চু, আবু মুসা, আব্দুল লতিফ, নাসিম হোসেন, সাগর শিহাব, মোল্লা আহমেদ রিপন, মোল্লা দেলোয়ার, সুরুজ, প্রমুখ।এ সময় সাংসদ ছেলুন জোয়ার্দ্দার বলেন, রেলওয়ে কর্তৃক আলমডাঙ্গা ষ্টেশনের অপারেটাল কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তাকেও ব্যথিত করেছে। এ বিষয়টা তিনি জানার পর রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম এবং বাংলাদেশ রেলমন্ত্রীর সাথে কথা বলেছি। বিভিন্ন ষ্টেশন থেকে ২/১ জন করে বদলি পূর্বক আলমডাঙ্গা ষ্টেশনে পদায়ন করে যথাশীঘ্রই ষ্টেশনটির অপারেটাল কার্যক্রম পুণরায় চালুর ব্যবস্থা নেবেন।