নিউজ ডেস্ক:
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তবে এই আনন্দের মাত্রা কয়েকগুণ বেড়ে যায় প্রিয়জনের কাছে বিশেষ উপহার পেলে। এবার ঈদ উপহার দিয়ে চমক দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে এক কথায় চমকে দিয়েছেন তিনি। শিশিরকে আকর্ষণীয় মার্সিডিজ বেঞ্জ উপহার দিয়েছেন সাকিব। সাকিবের কাছ থেকে উপহার পাওয়া গাড়ির ছবি দিয়ে ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তার স্ত্রী শিশির।
জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোনা মহামারী শুরু হওয়ার আগে থেকে সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানেই দ্বিতীয় কন্যার বাবা হন সাকিব-শিশির দম্পতি। তবে করোনার কারণে পরে দেশে ফিরতে পারেননি সাকিব। এরই মধ্যে দুটি ঈদ মা-বাবাকে ছাড়াই নিউইয়র্কে পালন করে ফেলেছেন সাকিব।