বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিউজ ডেস্ক:মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা:মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দীক আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অত্যাচার নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সংসদীয় গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার অবৈধ সরকার দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্য কায়েম করেছে। অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার কুমানসে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্র মুক্তি পাবে। এ জন্য এখনই প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুল ইসলাম পিণ্টু, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, বাড়াদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি তোবারক হোসেন, আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, সেচ্ছাসেবক দলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম পিটু, মৎসজীবী দলের চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহবায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শাহিদুজ্জামান মিল্টন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহবুব ইসলাম, যুবদলের সাবেক আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন মাবুদ সরকার, সমসের ইসলাম সমে, হাফিজুর রহমান মুক্ত, মশিউর, হ্যাপি, রুবেল হাসান, তুহিন ইসলাম, শাহ জামাল, আব্দুল সালাম, কলম উদ্দীন, মামুন, আব্দুল লতিফ ফতো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদল নেতা সোহেল সিদ্দিকী সোহেল, মোস্তাফিজুর রহমান কনক, আরিফুল, মাহাবুব, রমজান,আবু সিদ্দিক, আরাফাত প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।মেহেরপুর:কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহমেদ প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রহিম, আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, ইনসারুল ইসলাম ইনসু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, আবদুর রশিদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেণ্টু, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, পৌর বিএনপির সহসভাপতি ইদ্রীস আলী দেওয়ান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সহসভাপতি হাজি ফজলু খাঁন, হাবিব ইকবাল, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিরন, হাফিজুর রহমান হ্যাপি, মেহেরপুর জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লা বাবলু মাস্টার, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাভেদ সেনজিন, সহসভাপতি তৌফিক এলাহী সাকিল প্রমুখ।ঝিনাইদহ:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড় হন বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বাদানুবাদ। পরে সেখানে দাঁড়িয়েই বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। পরে বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন। বক্তারা বলেন, পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।