আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হন নূর হোসেন। নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক।’ গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। এদিকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে রোববার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। স্বৈরাচারের এই কর্মসূচি প্রতিহত করতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেজন্য তিন কলেজের শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৯ নভেম্বর) রাতে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ”ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না”।
এরপর আরও একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ১.এক হয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের দিনশেষ।
২. হত্যাকারী, স্বৈরাচারী শেখ হাসিনার গলায় দড়ি
৩. কন্ঠে আবার লাগা জোর ফ্যাসিবাদের কবর খোড়