নিউজ ডেস্ক:
বয়স কেবল একটি সংখ্যা মাত্র। বিশেষ করে অস্ট্রেলিয়ার কার্লটন উইলিয়ামসের মতো মানুষদের ক্ষেত্রে। যারা সাধারণ জীবন অনায়াসেই ছেড়ে চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত। স্রোতের বিরুদ্ধে লড়াই করেই পৌঁছে যান গন্তব্যে।
বয়স পঞ্চাশ পেরলেও এমন কাজ করতে পারেন যাতে অতি বড় ব্যায়ামবীরেরও চোখ কপালে উঠে যেতে বাধ্য। ভাবতে অবাক লাগলেও মাত্র এক ঘণ্টায় তিনি দিয়ে ফেলেছেন ২,৬৮২টি পুশ আপস। মাত্র ষাট মিনিটে অসাধ্য সাধন করে ফেলেছেন কার্লটন। আর এই সৌজন্যেই নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকডসের খাতায় তুলে নিয়েছেন ৫২ বছরের এই ‘যুবক’।
আদতে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কার্লটন। ২০১৫ সালে এই সময়ের মধ্যেই ২,২২০টি পুশ আপস দিয়েছিলেন তিনি। সেও ছিল বিশ্বরেকর্ড। তাহলে নতুন করে আবার কেন পরিশ্রম করতে গেলেন এমন প্রশ্নের জবাবে বাহান্ন বছরের ‘যুবক’-এর জানান, নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন এখনও সেরা তিনিই। এমন জেদ থাকলে তবেই জীবনের মজা। যদিও এবার পুশ আপসের মাঝে মাঝে একটু বিশ্রামও নিয়েছেন কার্লটন। আর সে সময়ও গোনা হয়েছে ৬০ মিনিটের মধ্যে। কিন্তু এরপরও ২,৬৮২টি পুশ আপস কম নয় কোন ভাবেই।