নিউজ ডেস্ক:
এক্সিম ব্যাংকের রাজউক অ্যাভিনিউ শাখার ২০৬ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স হাজি ইসলাম স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার (এমডি) ইসলাম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পরে বুধবার সকালে মতিঝিল থানায় ইসলাম উদ্দিনসহ পাঁচ জনকে আসামি করে দুদকের সহকারি পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স হাজি ইসলাম উদ্দিন মিলের পরিচালক তাসলিমা ইসলাম, রেজওয়ানুল ইসলাম, আয়াজ ইবনে ইসলাম এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজউক অ্যাভিনিউ শাখার ব্রাঞ্চ ম্যানেজর মো. শাহজাহান।
মামলায় বলা হয়, এক্সিম ব্যাংক থেকে আসামি ইসলাম উদ্দিন কারখানার দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ১১৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরে ওই ঋণের সুদ হয় ৯২ কোটি ৩২ লাখ টাকা। পরবর্তী সময়ে কারখানাটি বন্ধ করে দিয়ে আসামিরা পরষ্পর যোগসাজসে সুদসহ দুইশ ৬ কোটি টাকা আত্মসাৎ করেন।