1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
‘একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’ | Nilkontho
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | শনিবার | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনে বিএনপি মহাসচিবের ১০ যুক্তি মেসিকে সর্বকালের সেরার পুরস্কার দিলো মার্কা পাকিস্তানে ছাত্র বিক্ষোভ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বন্যার স্থায়ী সমাধান আমরাও চাই: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম শেখ হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী রাজধানীর ৩০০ ফিটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১২ জন আটক বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ পেয়েছেন মুফতি আব্দুল মালেক ২০২৫ সালের মধ্যে নির্বাচনের সম্ভাবনা: আইন উপদেষ্টা দর্শনা ও কুড়ুলগাছিতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ মেহেরপুরের গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল জীবননগরে গাছিদের ব্যস্ত সময় দর্শনায় আ.লীগ নেতার ছেলের নামে পর্নোগ্রাফি মামলা বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন চুয়াডাঙ্গায় আসছেন হেফাজত নেতা মুফতি হারুন ইজহার চুয়াডাঙ্গায় আওয়ামীপন্থী আইনজীবীদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সেমিনারে ডিসি জহিরুল ইসলাম সরকারের আশ্বাসে পল্লী বিদ্যুৎ সমিতির ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

‘একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবর্ষিকী উদ্যাপন
নিউজ ডেস্ক:
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে আশা প্রকাশ করে তিনি বলেন, তাকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। যে সাজা তার প্রাপ্য নয়। জামিন তার প্রাপ্য। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে মুক্ত করবে। ৪২ বছরে বিএনপির সামনে কী চ্যালেঞ্জ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বড় চ্যালেঞ্জ হচ্ছে, ৭১ সালে মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে সংগ্রাম ও লড়াই করেছিলাম সেই চেতনায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেয়া। আজ আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে হবে।
আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে। তিনি এই দেশের রাজনীতিতে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন। তিনি সত্যিকার অর্থে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলেন। তিনি খুব অল্প সময়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশি দর্শনের ভিত্তিতে দেশকে উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে নিয়েছিলেন। এদিকে, জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় জীবননগর, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর:
জীবননগরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, দোয়া, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। জীবননগর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আবুল হোসেন তোয়া, আরিফ জাহাঙ্গীর রাজা, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর হযরত আলী, পৌর বিএনপির নেতা মজনু রহমান, পৌর কাউন্সিলর আপিল মাহমুদ, হাবিবুর রহমান হবি, সাবেক কাউন্সিলর হাসান, রায়হান নবী, খালেক, আশরাফ আলী, আমান হোসেন, রফা, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আয়ুব হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রফিউল ইসলাম, সেলিম হোসেন, রেজাউল, মতিয়ার, জাহাঙ্গীর, আতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান সোনা, সালাম, মিজান, বাশার মেম্বার, ডা. মিজান, আলী হোসেন, টিপু মেম্বার, আমিনুল, জাফির মেম্বার, যুবদলের নেতা আলতাফ, সাইফুল, সরোয়ার, রানা, সমসের, শিলন, মণ্টু, আবুল, হাসানুজ্জামান, কাশেম, লাল, মিজান, ভুট্টু, সাইফুল, মিজান, শামীম, জিয়া, ইনামুল, বাবু, সুমন, মামুন, শাহিন, আরজ, নাজমুল, জাহাঙ্গীর, কানন, জুলফিক্কার, মজিদ, সালাম মেম্বার, বকুল, পৌর যুবদলের নেতা আনার হোসেন, রাশেদিন, বাহার, রাজ্জাক, রবগুল, মোমিন, আরজ, সামাউল, মিঠু, আলফাজ, শুকুর, সাকের, হাকিম, শাজামাল, জাহাঙ্গীর, ইনাম, আরিফ, সাণ্টু, উপজেলা ছাত্রদলের নেতা মামুন পারভেজ, জ্যাকি, মাজেদ, রুবেল, তুহিন, শাহিন, রাসেল, পৌর ছাত্রদলের নেতা রাসেল, মুরাদ জন, আলামিন, সম্রাট, নাজমুল, শাওন, সবুজ, তবিবুর, আফ্রিদি, কলেজ ছাত্রদল নেতা রুমান, মুরাদ ছোট, ইমন, নাহিদ, হাসান, স্বাধীন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন।
মেহেরপুর:
মেহেরপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু প্রমুখ। এ সময় অন্যদের উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মুশাররফ হোসেন তপু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজারসহ মেহেরপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
ঝিনাইদহ:
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, অ্যাড. কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম পিণ্টু, আলমগীর হোসেন আলম, শহিদুল ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম, জে কে মৌ চৌধুরী, মুসফিকুর রহমান, আবু বকর, শফিউদ্দিন শফি, মাহবুব আলম মিলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের নামে হঠাৎ সরকার প্রধান ও মন্ত্রীদের অপপ্রচারে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তারা বলেন, শেখ মুজিব সরকারের মন্ত্রীরাই খোন্দকার মুশতাকের মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন। ৭৫-এর ১৫ আগস্ট সেনা প্রধান কে এম শফিউল্লাহ ও রক্ষীবাহিনী প্রধান তোফায়েল আহম্মদের বাহিনী কোথায় ছিলেন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। কেন তারা বঙ্গবন্ধুকে বাঁচাতে আসলেন না? বক্তরা বলেন, সে সময় তো জিয়াউর রহমান উপসেনা প্রধান ছিলেন। তিনি কীভাবে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত? যদি জড়িত থাকেন, তবে বঙ্গবন্ধুর বিচারকালীন সময় কোনো তদন্তে কেন জিয়াউর রহমানের নাম আসল না? বিএনপি নেতারা বলেন, উন্নয়নের নামে নিজেদের সীমাহীন লুটপাট, ভোটের রাজনীতি হত্যা, গণতন্ত্র বাক্সবন্দি ও তাবেদারিত্ব প্রকাশ হয়ে যাওয়ায় আওয়ামী লীগ এখন দিশেহারা। আইনশৃঙ্খলা বাহিনীর কাধে সওয়ার হয়ে বসা এই দলটির দেশের মানুষ ও পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে মুখ নেই। বিএনপি নেতারা বলেন, হাওয়া ভবন নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করলেও ফরিদপুর একজন জেলা ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন। ৭ বছরে ২৫৪০ বিঘা জমির মালিক হন সে কথা বলেন না। বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই বেগম খালেদা জিয়ার নামে ওয়ান ইলেভেন সরকারের দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। এদিকে, দিবসটি পালনে মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয় বলে বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫০
  • ১১:৫৪
  • ৪:০১
  • ৫:৪২
  • ৬:৫৬
  • ৬:০২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১