জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ বই উৎসবের মধ্যে দিয়ে অক্সফোর্ড একাডেমী সহ ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের ২০১৯ সালের প্রথম দিনটি। ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ। এ বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪’শ ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ২৮ লাখ ১৯ হাজার ১’শ ৪৩ টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এছাড়াও সকালে হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২’শ ৮ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার-উল হক, সভাপতি রোকনুজ্জামান রিপন, সহ-সভাপতি বিএম ইমরুল হাসান, ইউপি সদস্য তানজিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।