উপজেলা মডেল মসজিদ নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি টগর

0
30

নিউজ ডেস্ক:দামুড়হুদা ও জীবননগরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ ডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।দামুড়হুদা ও জীবননগরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ ডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।দামুড়হুদা:দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গণপূর্ত অধিদপ্তরের অধীনে সরকার দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে ১১ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৯৩১ টাকা ব্যয়ে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করে দিচ্ছেন। প্রতিটি মডেল মসজিদে লাইব্রেরি ও কনফারেন্স রুম থাকবে। ইমাম সাহেবের থাকার জন্য আলাদা রুম থাকবে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লীদের থাকার ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে একটি সুন্দর মডেল মসজিদ তৈরি হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, ইসলামিক ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের নেতা আরিফিন আলম রন্জু দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী ও দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাইদ প্রমুখ।

জীবননগর:জীবননগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার সময় জীবননগর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে এ মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।  চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। দেশের মানুষ কখনই কল্পনা করতে পারেনি যে উপজেলাভিত্তিক একটি মডেল মসজিদ ও উন্নতমানের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে, কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশবাসীকে যে প্রতিশ্রুতি দেন, তা রাখেন। ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে নেই কোনো হানাহানি, নেই কোনো মতদ্বন্দ্ব। তবে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মের দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল। তাদের সে স্বপ্ন পূরণ হয়নি, আর হবেও না। তাই এসব ব্যক্তিদের থেকে সব সময় সাবধান থাকবেন।’  ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার ডিডি এ বি এম রবিউল ইসলামের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জীবননগর-দামুুড়হুদা (সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া, আবু মো. আ. লতিফ অমলসহ স্থানীয় নেতা-কর্মী ও সুধীজনেরা।