নিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০টি গাড়ি থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, গাড়িগুলোর মধ্যে ৪৬৪টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। এছাড়া ৫০টি গাড়ি ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে থাকবে।
এবার ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।