আমঝুপি প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও দুস্থদের পাশে দাড়িয়েছে আলোক নিশান বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে ৫০ জন অসহায় ও দুস্থদের হাতে খাদ্য সমাগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু। সভাপতিত্ব করেন আলোক নিশান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ সাব্বির সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম, আলোক নিশান বাংলাদেশের সদস্য ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, এশিয়ান টিভির রিপোর্টার জাহিদুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার বেন-ইয়ামিন মুক্ত, বৈাশাখী টেলিভিশনের রিপোর্টার হামিদুর রহমান কাজল, ৭১ টেলিভিশনের রিপোর্টার আসিফ ইকবাল, দীপ্ত টিভির রিপোর্টার হাসানুজ্জামান খাঁন উজ্জ্বল, আব্দুর রহমান, সাজেদুর, আবু বক্কর, তাজিম, মাজেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সফলভাবে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চ্যানেল ২৪ এর সংবাদ উপস্থাপক ও সংগঠনটির আহ্বায়ক আশিকুর রহমান তমাল।