নিউজ ডেস্ক:
স্বাস্থ্যবান অধুমপায়ী, যারা নিকোটিনের সঙ্গে ই-সিগারেট ব্যবহার করেন সারাজীবনের জন্য তাদের হার্ট অচল হয়ে যেতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।
খবরে বলা হয়, ই-সিগারেটে কোনো তামাক নেই। কিন্তু এই ইলেক্ট্রনিক্স যন্ত্র সুগন্ধির সঙ্গে নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক উপাদন সরবরাহ করে, যা ফুসফুসের মধ্যে বাষ্পীভূত হয়।
বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন যে, নিকোটিন হৃদযন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কার্যকরভাবে হার্ট অ্যাটাক ও আকস্মিক মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হতে পারে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, যে কারণে তামাকজাত সিগারেট বর্জন করা উচিত একই কারণে অধুমপায়ীদের নিজেদের জীবনের ঝুঁকি এড়াতে ই-সিগারেট পরিহার করা উচিত।