ইয়াবা-ফেনসিডিল-গাঁজাসহ আরিফ আটক

0
7

জীবননগর আরিফ ফুডে র‌্যাবের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরে আরিফ ফুডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনিসিডিল ও গাঁজাসহ আরিফকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার রাত ৯টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদুর আলম ও এএসপি আমিনুর কবির সঙ্গীর্য় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের চ্যাংখালী রোডের পুরাতন ডাকবাংলার সামনে আরিফ ফুডে অভিযান চালায়। এসময় দোকানের মধ্যে থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবন করার সরঞ্জাম ও নগদ ৬০ হাজার টাকাসহ আ. হান্নানের ছেলে ও আলিফ পুডের সত্ত্বাধিকারী আরিফকে আটক করে। এ সময় র‌্যাব আটককৃত মালামালসহ আরিফকে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।