ইসরায়েলকে হামলা থেকে বাচাতে ইউরোপীয় দেশের পাশাপাশি চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েল এবং ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান ইসরায়েল ও ইরানের বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সাথে আলাপ করছে যুক্তরাষ্ট্র।তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেকের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
ফ্লেক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি। এদের মধ্যে তুরস্কও রয়েছে।
তিনি বলেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সে বিষয়টি নিশ্চিত করতেই চেষ্টা করা হচ্ছে।
গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলা অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।
ইরানের ওই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে পশ্চিমারা। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলও রয়েছে সতর্ক অবস্থানে।