ইজিবাইকে করে ছাগল চুরি করার সময় চোর গ্রফতার

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহে ইজিবাইকের করে ছাগল চুরির সময় বিদ্যুৎ মিয়া(২৬) নামের এক ছাগল চোরকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বিদ্যুৎ উত্তর ভবানীপুর গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। শুক্রবার এস আই পলাশের নেতৃত্বে সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া এলাকা থেকে ইজিবাইক সহ তাকে আটক করে। এ বিষয়ে এস আই পলাশ বলেন, স্থানীয় জনতার হাতে ছাগল চোর বিদ্যুৎ মিয়া ধরা পড়লে তারা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। ছাগল চুরির অপরাধে তার নামে ঝিনাইদহ সদর থানায় একটি চুরির মামলা হয়েছে।