নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের মধ্য দিয়ে আগামী মাসে তার ইউরোপ সফর শুরু করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।হোয়াইট হাউস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদবি উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্প আয়ারল্যান্ডের টাইওইসার্চ লিও ভারদকারের আমন্ত্রণে সে দেশে যাবেন।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণউৎসবে যোগ দিতে ট্রাম্প পূর্ব নির্ধারিত এই সফরে ব্রিটেন ও ফ্রান্সে যাবেন। তিনি ৫ জুন আয়ারল্যান্ড সফর করবেন। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণকে ডি-ডে হিসেবে অভিহিত করা হয় ।২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটাই হবে ট্রাম্পের প্রথম আয়ারল্যান্ড সফর।শ্যানোন নগরী থেকে ৩৯ মাইল পশ্চিমে ডুনবেগে ভারদকারের সঙ্গে ট্রাম্প বৈঠকে বসবেন।ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে থাকবেন। সেখানে তারা ৯৩ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করবেন।ব্রিটেন সফরকালে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথেও বৈঠকে বসবেন।ট্রাম্প ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পোর্টসমাউথে একটি সামরিক অনুষ্ঠানে যোগ দিবেন। ১৯৪৪ সালে সেখান থেকে জাহাজ ডি-ডে অবতরণের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এটি ছিল ইতিহাসের সমুদ্র পথে সবচেয়ে বড় সামরিক অভিযান।জার্মানির দখলদারিত্ব থেকে ফ্রান্সকে মুক্ত করার লক্ষে এ অভিযান চালানো হয়। এর পর মার্কিন প্রেসিডেন্ট ডি-ডে’র প্রধান স্মরণ উৎসবে যোগ দিতে ফ্রান্সে যাবেন। অনুষ্ঠানে যোগদান শেষে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকে বসবেন।
খবর এএফপি