রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী
নিউজ ডেস্ক:ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেল স্টেশনের সার্বিক কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে হাজারো মানুষ। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে আলমডাঙ্গা স্টেশনের সার্বিক কার্যক্রম পুনরায় চালু না হলে রেলপথ-রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে স্টেশন চত্বরে সমাবেত হতে থাকে আলমডাঙ্গা উপজেলার হাজার হাজার সাধারন মানুষ। সকাল ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করে। চলে ১২টা পর্যন্ত। মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনীতিক, সামাজিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, বণিক সমিতির সভাপতি লিয়াকত আলী লিপু, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক লিমন মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুলতান জোয়ার্দ্দার ও শেখ নুর মোহাম্মদ জকু।
বক্তারা আলমডাঙ্গা স্টেশনের সার্বিক কার্যক্রম পুনরায় চালুসহ তিন দফা দাবি পূরণে ১৫ দিনের আল্টিমেটাম দেন। এর মধ্যে দাবি পূরণ না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী থেকে আলমডাঙ্গা রেলষ্টেশনের অপারেটাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। যেখানে ১২-১৩ জন স্টাফ প্রয়োজন। সেখানে স্টাফ ছিলো ৮ জন। কিন্তু গত ২৯ জানুয়ারি হঠাৎ উর্ধতন কর্তৃপক্ষের এক আদেশে ৫ জনকে বদলী আদেশ দিয়ে ৩০ জানুয়ারী থেকে রেলষ্টেশনের অপারেটাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে স্টেশনে ২ জন বুকিং সহকারী, ১ জন পোটার দিয়ে চলছে ষ্টেশনের আংশিক কার্যক্রম। অপারেটাল কার্যক্রম বন্ধ থাকার ফলে ট্রেন কখন আসবে সেটা যাত্রীরা জানতে পারছেন না এবং স্টেশন প্লাটফর্মে ট্রেন কখন আসবে, কখন ছাড়বে এর কোন নিশ্চয়তা না থাকায় স্টেশনের ক্রসিং গেটগুলো অরক্ষিত হয়ে পড়ে।
এমনকি ট্রেন পূর্ব ঘন্টাও বাজানো হচ্ছে না। এরই প্রেক্ষিতে আজ শনিবার আলমডাঙ্গার সর্বস্থরের জনগন মানববন্ধন গড়ে তোলে।