আলমডাঙ্গায় হোটেল মালিক ও ট্রাকচালককে জরিমানা

0
7

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় এক ট্রাকচালক ও এক হোটেল মালিককে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আলমডাঙ্গা রেলস্টেশনের সামনের রাস্তার ওপর ট্রাক রেখে চলচলে বাধা সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর আওতায় কুষ্টিয়ার মজিবুল হকের ছেলে ট্রাকচালক আজিজুলকে (৩০) এক হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। অপর দিকে, আলমডাঙ্গা বাবুপাড়ার করিমের ছেলে নুর ইসলাম (৩২) তাঁর হোটেলে অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী।