আলমডাঙ্গায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু

0
9

নিউজ ডেস্ক:গলায় সুজি আটকে ওষান নামের ছয় মাস বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগরে এ ঘটনা ঘটে। ওষান জহুরুলনগর গ্রামের মুদি ব্যবসায়ী মোসারেফ হোসেনের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিশুটির মা রিতা খাতুন গতকাল রাত আটটার দিকে ঘুমানোর আগে শিশু ওষানকে সুজি খাওয়াচ্ছিলেন। খাওয়ানোর একপর্যায়ে গলায় সুজি আটকে গেলে শিশুটির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের সহযোগিতায় শিশু ওষানকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্যে সে মারা যায়। এ ঘটনায় শোকে পাগলপ্রায় শিশু ওষানের মা-বাবা।