আলমডাঙ্গায় সরকারি আদেশ অমান্য করায় ১২ জনকে জরিমানা

0
20

নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় সরকারি আদেশ অমান্য করে রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় ১২ জনকে ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার আলতায়েবা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় মিকাইল নামের এক পথচারীকে ৩ শ টাকা, রফিকুলকে ৩ শ, রিপনকে ২ শ, কাজলকে ২ শ টাকা, মনিরুজ্জামানকে ২ শ টাকা, দুলালকে ২ শ, এনামুলকে ২ শ, মাহমুদুলকে ২ শ, সাইফুলকে ২ শ, আবদুল মান্নানকে ৫ শ, গালিব আলমাসকে ২ শ এবং সেলিম রেজাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গার থানার উপপরিদর্শক (এসআই) আসিক, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।