নিউজ ডেস্ক:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় মানসিক রোগে আক্রান্ত গৃহ বধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। আত্নহত্যার ঘটনাটি মঙ্গলবার দিবাগত ভোর ৫টার দিকে আলমডাঙ্গার কেদানগর পূর্বপাড়ায় ঘটেছে। আত্নহত্যার ঘটনায় থানা পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে কেদারনগর গ্রামের দিনমজুর সারজেদ আলীর স্ত্রী কহিনুর খাতুন (৪৫) দীর্ঘদিন মানসিক রোগে ভূগছিলো। এরই ঘটনায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গার ডাক্তার দিয়ে চিকিৎসা করালেও সে সুস্থ হতে ব্যর্থ হয়। অসুস্থতার কারণে গত সোমবার রাতে সে নিজ বিছানা থেকে বের হয়ে যায়। রাতেই কহিনুরকে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাই না। মঙ্গলবার ভোরে কহিনুরের পরিবারের লোকজন বাড়ির পাশের বাঁশ বাগানে খোঁজ করলে কহিনুরের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে কহিনুরের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। আত্নহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছিলো।
এই ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আত্নহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।