আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় আটক-৩

0
9

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ ৩ আসামীকে আটক করেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার গাংনীতে পুলিশ অভিযান চালিয়ে সাহেবপুর গ্রামের মোহাম্মদ শিলুর ছেলে শাহাবুদ্দিন (২০), একই গ্রামের সায়েম আলীর ছেলে নয়নকে (৩৫) নারী ও শিশু নির্যাতন মামলায় আটক করে। এ ছাড়াও আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের আব্দুর রবের ছেলে মামলার আসামী শামিম রেজাকে আটক করেছে। গতকালই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে।