আলমডাঙ্গায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে প্রতারণা

0
7

বখতিয়ার আটক, থানায় মামলা

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার মাঝহাট গ্রামের লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বখতিয়ার হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে তিনি গ্রামের লোকেজনের টাকা হাতিয়ে নিয়েছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে তাঁকে ধরে থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। আটক ব্যক্তির নামে মামলাও হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের আত্তাব আলীর ছেলে বখতিয়ার হোসেন মাঝহাট গ্রামে ঘরজামাই হয়ে বিশারত আলীর বাড়িতে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নাম করে বিভিন্ন গ্রামের নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক এনামুল হকের যোগসাজশে তিনি মাঝহাট গ্রামের ১৯ জন গরিব ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা করে উত্তোলন করেন। তিনি তাঁদের বিদ্যুৎ-সংযোগ দিয়ে দেবেন বলে দিনের পর দিন ঘুরাতে থাকেন। ভুক্তভোগী ওই সব মানুষ দীর্ঘদিন ঘুরতে থাকলেও তাঁরা বিদ্যুতের আলোর মুখ থেকে বঞ্চিত থেকে যান। অবশেষে প্রতারণার শিকার লোকজন গতকাল বিকেলে বখতিয়ারকে ধরে থানার পুলিশের হাতে তুলে দেন। এ দিকে তাঁর আটক হওয়ার সংবাদ পেয়ে আরও যাঁদের কাছ থেকে তিনি প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন, তাঁরা থানায় এসে তাঁদের টাকা ফেরতের দাবি করেন।
ভুক্তভোগী আঠারখাদা গ্রামের হাফিজুর রহমান জানান, গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ করিয়ে দেবে বলে তিন বছর আগে তাঁর কাছ থেকে ৮৬ হাজার টাকা নিয়েছেন বখতিয়ার। কিন্তু আজও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় আটক বখতিয়ার হোসেনের নামে গতকাল রাতে থানায় প্রতারণার মামলা হয়েছে।