আলমডাঙ্গায় বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের ফাঁদ প্রায় ২৪ হাজার টাকা খোয়া

0
15

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার এক মহিলার কাছ থেকে প্রতারক চক্র বিকাশের মাধ্যমে ২৩ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নিয়েছে। ওই মহিলার বিকাশে তার এক আত্মীয় ৫ হাজার টাকা পাঠানোর পরপরই প্রতারক চক্র ওই পরিমাণ টাকার একটি ভুয়া ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করে। পরে ওই মহিলা এক দোকানে গিয়ে বাকিতে বিকাশ করে টাকা পাঠিয়ে দেবার পর দোকানদার পড়ে বিপাকে।
জানা গেছে, আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মেয়ে শাপলা খাতুন মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার হাই রোডের সুমন টেলিকমে আসে বিকাশ করতে। শাপলা খাতুন টাকা পাঠানোর জন্য দোকানদারকে তার নিজ নম্বর দেয়। ওই নম্বরে দোকানদার টাকা পাঠানোর পর মহিলা মোবাইলে কারো সাথে কথা বলে (০১৮৭৫-০৬২৬৯১) নম্বর দিয়ে আরো ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। এ সময় দোকানদার টাকা চাইলে ওই মহিলা একবারে পুরো টাকা দিয়ে দিবে বলে জানায়। এ সময় দোকানদারের সন্দেহ হলে তিনি আর টাকা না দিয়ে পূর্বের পাঠানো টাকা চান। এ সময় জানাজানি হলে লোকজন জড় হয়। এ সময় প্রতারক চক্র নম্বর বন্ধ করে দেয়।
শাপলা খাতুন জানান, সকালের দিকে বিকাশে তার বোন-জামাই মনির হোসেন ৫ হাজার টাকা পাঠায়। ওই টাকা আসার পর পরই একটি চক্র তার তাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ফাঁদ পাতে। কৌশলে পিন কোর্ড জেনে নিয়ে একাউন্ট বন্ধ ঠেকানোর কথা বলে প্রতারণা করে তারা তার ৫ হাজার টাকাসহ ২৩ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে, দোকানদারের পাঠানো টাকা ফেরত দেওয়ার জন্য শাপলা খাতুনের পিতা ওমর ফারুক মাসে ৪ হাজার টাকা করে দিয়ে ওই টাকার পরিশোধ করবেন শর্তে তাকে বাড়ি নিয়ে যান।