আলমডাঙ্গায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

0
8

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় পানবরজে কাজ করার সময় বজ্রপাতে রহিদুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত গফুর আলীর ছেলে। জানা যায়, গতকাল দুপুরে রহিদুল ইসলাম হাঁপানিয়া গ্রামের একটি পানবরজে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ হাসপাতাল থেকে নিজ গ্রামে ফিরিয়ে নেওয়া হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।