আলমডাঙ্গায় ফেনসিডিলসহ আলোচিত মিনি আটক

0
6

নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে মিনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জানা যায়, গতকাল বিকেলে আলমডাঙ্গা থানার পুলিশ গোপনে জানতে পারে, আলমডাঙ্গা স্টেশন এলাকায় এক নারী ফেনসিডিলসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান ও শাহাবুদ্দিন লস্কর ফোর্স নিয়ে ঘটনাস্থলে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সেখান থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মিনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মিনির বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে। আজ তাঁকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।