আলমডাঙ্গায় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা : মামলা

0
5

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার পৃথক স্থানে ২ শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ ও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলা ও অভিযোগ করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা আবাসনের এক স্কুল ছাত্রীকে গান শোনার কথা বলে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে রাজু নামের এক যুবক। গত রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার তালতলা নামক স্থানের মাঠের নিকট জোরপূর্বক চেষ্টা চালালে শিশু মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দেয়। এই ঘটনার সাথে নতিডাঙ্গা আবাসনের রুপা নামের এক মহিলা টাকার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করার জন্য চাপ দিতে থাকে এবং ঘটনাটি কেউ জানলে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় আলোচিত রুপা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভিকটিমের পিতা।
অন্যদিকে, আলমডাঙ্গা পারকুলা গ্রামের আব্দুল হান্নানের শিশু মেয়ে গত বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে যায়। সেই আম বাগান পাহারাদার একই গ্রামের জসিমের ছেলে ওয়াসিম। বিকালে আমবাগান ফাকা পেয়ে ওয়াসিম ওই শিশু বাচ্চাটিকে আম দিবে বলে বাগানের পাশে থেকে ডেকে নিয়ে যায়। ওয়াসিম বাচ্চাটির দু’হাত শক্ত করে ধরে বাচ্চাটির পোশাক খোলার চেষ্টা করে। সে শিশুটি চিৎকার করে পালানোর সময় ওয়াসিমের হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে আঘাত করলে বাচ্চাটি রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে এলাকাবাসী বাগানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং ওয়াসিম বাগান ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমে পিতা বাদি হয়ে ৪জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫।
এই ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ধর্ষণের চেষ্টা চালানোর ঘটনায় পৃথক পরিবার লিখিত অভিযোগ ও মামলা করেছেন। তদন্ত করে সঠিক প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।