আলমডাঙ্গায় দুই গৃহবধুর আত্মহত্যা!

0
9

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় পৃথক স্থানে মানসিক রোগে আক্রান্ত দুই মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও দুপুরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট শেষে দাফনের অনুমতি প্রদান করেন। আত্মহত্যার ঘটনায় উভয়ের পরিবার আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে।আলমডাঙ্গায় পৃথক স্থানে মানসিক রোগে আক্রান্ত দুই মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও দুপুরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট শেষে দাফনের অনুমতি প্রদান করেন। আত্মহত্যার ঘটনায় উভয়ের পরিবার আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ২ সন্তানের জননী আনুরা খাতুন দীর্ঘ ৫ বছর যাবত মানসিক রোগে ভুগছিলো। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় ইতোপূর্বে তিনবার নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় আনুরা খাতুন স্বামী আব্দুল মান্নান ও ছোট মেয়ে সাথী খাতুনকে নিয়ে ঘুমিয়েছিলো। আনুরা মাঝরাতে বাইরে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে পাশের ঘরের আড়ার সাথে শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করে। গতকাল সকালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে দাফনের অনুমতি প্রদান করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে তার পরিবার। অন্যদিকে, আলমডাঙ্গার পোলতাডাঙ্গা বাজার পাড়ায় নবগৃহবধু গলায় ওঁড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরকীয়া প্রেমের কারণে স্বামীর সাথে গোলোযোগের কারণেই আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানায়। ঘটনাটি গতকাল দুপুর ১২ টার দিকে ঘটেছে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। স্থানীয়রা জানায়, গত ১ বছর পূর্বে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা বাজার পাড়ার প্রবাসী হারুনের ছেলে আবু তাহেরের সাথে একই উপজেলার জেহালা ইউনিয়নের বেদবাড়িয়া কুঠিপাড়ার হামিদুল হক বুরোর মেয়ে শারমিন খাতুনের সাথে বিবাহ হয়। আবু তাহের মানসিকভাবে দুর্বল হওয়ায় শারমিন মোবাইল ফোনে অজ্ঞাত যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এনিয়ে নববধুর সাথে বিভিন্ন সময় গোলোযোগের সৃষ্টি হয়। গত কয়েক দিন যাবত আবু তাহের তার স্ত্রী শারমিনকে মোবাইল ফোনে কথা বলা নিষেধ করায় অভিমানে গতকাল দুপুরে শারমিন নিজ ঘরে গলায় ওঁড়না পেচিয়ে আত্মহত্যা করে। গতকাল আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে শারমিনের পরিবার।