আলমডাঙ্গায় ছিনতাই মামলায় অভিযুক্ত সাহাবুল আটক

0
8

নিউজ ডেস্ক:মোটরসাইকেল ও টাকা ছিনতাই মামলায় অভিযুক্ত আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের মহিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কেশবপুর গ্রাম থেকে তাঁকে আটক করে আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল।
জানা যায়, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের রমজান মালিতার ছেলে সোহরাব হোসেন ওরফে ছোট বাবু কয়েক দিন আগে মোটরসাইকেরযোগে মিরপুর উপজেলার মালিহাদে গরু কিনতে যাচ্ছিলেন। পথের মধ্যে কেশবপুরের মাঠে পৌঁছালে পূর্বের নারীঘটিত একটি ঘটনার জের ধরে মোড়ভাঙ্গা গ্রামের নবীছদ্দীনের ছেলে মহিবুল ইসলাম তাঁকে মারধর করে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার পর ছোট বাবু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় থানার এসআই আশিক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি হিসেবে মহিবুলকে গ্রেপ্তার করেন।