নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপুকে টর্চ লাইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচা লাল্টুর বিরুদ্ধে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা স্কুলমাঠে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন দিপু আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। দিপু দীর্ঘদিন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আহত দিপু বলেন, ‘একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আমার চাচা লাল্টু আমাকে প্রতিরোধ করে। আমি আমার বক্তব্য চালিয়ে গেলে একপর্র্যায়ে চাচার কাছে থাকা টর্চ লাইট দিয়ে সে আমার মাথায় আঘাত করে। এতে আমি আহত হলে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’ তিনি আরও বলেন, ‘আমার চাচা লাল্টু ইউনিয়ন আওয়ামী লীগের একটি পদ নেওয়ার জন্য আমার নিকট এক লাখ টাকা ধার চায়। পরে আমি তাকে টাকা না দেওয়ায় তার সঙ্গে আমার মনোমালিন্য হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী (বিপিএম) বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’