আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

0
8

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। এ বিষয়টি জেলা প্রশাসকসহ জেলা ড্রাগ সুপারের নজরে আসে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সাথে ঔষধ ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, স্যাম্পল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মোবাইল কোর্টে গত সোমবার দুপুরের দিকে ওই দুটি ফার্মেসীতে ১৫ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলাসহ পৌর এলাকার সকল ঔষধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দেয়।