নিউজ ডেস্ক:আলমডাঙ্গার পৃথকস্থানে বিষপানে এক নারী ও গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী নারী উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আতিয়ার হোসেনের মেয়ে ঝুমুর খাতুন (২৮) ও নান্দবার গ্রামের রশিদ আলীর ছেলে স্কুলছাত্র হাসিবুল (১৬)। আত্মহত্যার ঘটনায় দুজনের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গোবিন্দপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে ঝুমুর খাতুন দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। ইতিমধ্যে চিকিৎসার জন্য তাঁকে বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হলেও তিনি ঠিক হননি। এরই জের ধরে গত শুক্রবার সকাল ১০টার দিকে খেতে দেওয়া বিষপান করেন ঝুমুর। এ সময় বিষপানের বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল আটটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ঝুমুরের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামের রশিদ আলীর ছেলে হাসিবুল প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার দুপুরে খাবার খেয়ে নিজ ঘরের মধ্যে অবস্থান করে। পরে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় হাসিবুলের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।