নিউজ ডেস্ক:হঠাৎ বৃষ্টিতে আলমডাঙ্গার বন্ডবিলের দুই ইটভাটার মাটি রাস্তায় আটকে তীব্র কাদাঁয় পরিণত হয়েছে। এতে বিপাকে পড়েছে এনায়েতপুর-বাড়াদীসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। গতকাল সোমবার বিকালে ইটভাটার তীব্র কাদাঁর মধ্যে পড়ে অটোবাইক ও পাখিভ্যানের মুখামুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। আহতরা হলো- বাড়াদী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগম, বাড়াদী গ্রামের অটোচালক নুর ইসলাম ও সাইফুল ইসলামের ছেলে হুমায়ন।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকার পাশ্ববর্তী কুমারী ইউনিয়নের বন্ডবিলের মাঠের মধ্যে এনায়েতপুর-বাড়াদী সড়কের পাশে নির্মিত টিএনবি ও এমএসবি ব্রিকস এর গত কয়েক মাস যাবত রমরামাভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে আসছে। রাস্তার উপরে অতিরিক্ত মাটি পড়ে ধুলায় পরিণত হলেও কোনভাবে পরিষ্কার করা হয় না বলে অনেকে অভিযোগ করে। সরকারিভাবে রাস্তার উপরে কাদাঁ-মাটি পড়তে দ্রুত পরিষ্কারের নির্দেশ থাকলেও নেয়নি কোন উদ্যোগ। গতকাল বিকালে বাড়াদী এলাকা থেকে অটোবাইকযোগে নুরজাহার নামের এক মহিলা আলমডাঙ্গায় আসার পথে রাস্তায় কাঁদা জমায় অটোবাইক ও পাখিভ্যানের মুখিমুখি সংঘর্ষের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, আইন লঙ্ঘন করে যদি কেউ ভাটার মাটি রাস্তা থেকে পরিষ্কার না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আলমডাঙ্গার বন্ডবিলে অটো-পাখিভ্যানের মুখোমুখী সংর্ঘষে তিনজন রক্তাক্ত জখম হয়েছে। আহত এক মহিলার শরীরে সেলাই দিতে হয়েছে ২৬টি। তার অবস্থা সংকটাপন্ন। আজ বিকেলে বন্ডবিলের দুই ইটভাটার মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, ঘটনাস্থল থেকে অটোরিক্সা ও পাখিভ্যান উদ্ধার করা হয়েছে। আহতদের ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।