জোরপূর্বক রাজত্ব করার দিন শেষ -আসাদুল বিশ্বাস
আব্দুল লতিফ বিশ্বাস সভাপতি ও রাসেল সাধারণ সম্পাদক মনোনীত
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ইউনিয়নের ভোলারদাড়ী মোড়ের ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা জোয়ার্দ্দারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওয়াইদুর রহমান চৌধুরী জিপু।আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ইউনিয়নের ভোলারদাড়ী মোড়ের ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা জোয়ার্দ্দারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওয়াইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘সময় এসেছে এখন দিন বদলের। জোরপূর্বক রাজত্ব করার দিন শেষ। আমরা শেখ হাসিনার হাত ধরে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। আমরা কখনো আক্রোশমূলক রাজনীতি করিনি, আর করবও না।’ অনুষ্ঠানের প্রধান বক্তা জিপু চৌধুরী বলেন, ‘আমি অনেক প্রতিঘাত সহ্য করে আজ এখানে এসেছি। সবার কাছে জনপ্রিয়তা লাভ করতে হলে নিজেকে ত্যাগ করতে হবে। জোরপূর্বকভাবে রাজনীতি করলে বেশি দিন টিকে থাকা যায় না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য মো. সাখাওয়াত হোসেন টাইগার, বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপনুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মাহবুল ইসলাম সেলিম, মো. আবুল হোসেন, মো. আব্দুর রজ্জাক, মো. ইমরান আহমেদ বিপ্লব, মো. তাফসীর আহমেদ লাল, রুমি জোয়ার্দ্দার, সোহেল রানা শাহীন, মো. আবু তাহের, মো. আসাদুজ্জামান সবুজ, মো. তরিকুল ইসলাম টুটুল, পাপেল, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক খন্দকার মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সারোয়ার শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসলে, নাগদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা আলমগীর, কমান্ডার আলি হোসেন, আকাশ, রাজন, এনামুল প্রমুখ।ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত সর্বসম্মতিক্রমে মো. আব্দুল লতিফ বিশ্বাসকে সভাপতি ও রাসেল জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদেত মো. হাসান রাব্বী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল হক, সহসাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর ইসলাম ও দপ্তর সম্পাদক পদে মো. লিমন আলী।সম্মেলনটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম রিফাত। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত হোসেন মো. বজলুর রহমান।