নিউজ ডেস্ক:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘রবীন্দ্রপাঠ’ এর আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা।
শুক্রবার শারজাহের হুদাইবিয়া রেঁস্তোরায় সংগঠনের সভাপতি মোস্তাকা মৌলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের পরিচালনায় কবিগুরুর কবিতা, ছড়া, গান, রবীন্দ্র সংগীত এবং কবিকে নিবেদিত লেখা পাঠ করা হয়। শুরুতে বেজে ওঠে রবী ঠাকুর রচিত জাতীয় সংগীত।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন উলংগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. জিনাত রেজা, শারজাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ আব্দুল করিম, অধ্যাপক আব্দুস সবুর, আরবান রীডার্স এর সংগঠক নওশের আলী ও সংস্কৃতি অনুরাগী শহিদুল ইসলাম।
কবিতা-ছড়া-ছড়াগান এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরা।