নিউজ ডেস্ক:
নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় কোরবানির বর্জ্য পরিষ্কার না হলে হটলাইন ‘০৯৬১১০০০৯৯৯’তে কল করার কথা বলেছিলেন। আজ আরও একবার স্মরণ করিয়ে দিলেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
সোমবার রাজধানীর নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নগরবাসীর প্রতি নতুন করে তিনি এ আহ্বান জানান।
দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং করা হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।
এ সময় গরু ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ব্যবসায়ী পশুর হাটে অসুস্থ, রুগ্ন গরু আনে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।