নিউজ ডেস্ক:
২০১৫ সালে বাঁ-কাধে ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন বাঁ-হাতি পেসার সৈয়দ রাসেল। পরবর্তীতে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইতে যান সৈয়দ রাসেল। ভারতে যাওয়ার আগে ঢাকায় চিকিৎসকরা অস্ত্রোপচার করার জন্য বললেও মুম্বাইয়ের চিকিৎসকরা দেন ভিন্ন মত। তারা জানান, নিয়মিত ওষুধ আর ফিজিওথেরাপি দিলেই আবারো ২২ গজে ফিরতে পারবেন বাংলাদেশের এক সময়ের তারকা বোলার।
উল্লেখ্য, চিকিৎসার জন্য নিজের বন্ধু মাশরাফি বিন মর্তুজার কাছে সাহায্য চেয়েছিলেন রাসেল। পরবর্তীতে রাসেল মাশরাফির দেওয়া অর্থ শোধ করে দেওয়ার কথা বললেও সেটি নেয়নি মাশরাফি।
কাঁধের ইনজুরি সেরে আবারো মাঠে ফিরেছেন সৈয়দ রাসেল। ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন এই বাঁ-হাতি তারকা পেসার। শনিবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই রূপগঞ্জের বোলার।
বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে এবং ৮টি-টোয়েন্টি। ৬ টেস্টে নিয়েছেন ১২টি উইকেট, ৫২ ওয়ানডে খেলে নিয়েছেন ৬১টি উইকেট এবং ৮টি-টোয়েন্টি খেলে নিজের উইকেট খাতায় ঝুলিয়েছেন ৪ উইকেট।