নিউজ ডেস্ক:
কোনো ব্যক্তিকে বাহ্যিকভাবে দেখে তিনি কতটা ধনী তা নিরূপণ করা খুব কঠিন কাজ। তবে আপনি যদি সত্যিই একজন ব্যক্তিকে দেখেই বুঝতে চান তিনি ধনী কি না তাহলে আপনার জন্য সুখবর।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের গবেষকরা নতুন এক গবেষণাপত্র প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, আপনি যদি আইফোনের মালিক হয়ে থাকেন, তাহলে স্পষ্ট ধরে নিতে হবে আপনি একজন ধনী ব্যক্তি।
মেরিয়ান বারট্রান্ড ও এমির কামেনিকার ওই গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালের বছরজুড়ে অ্যাপলই একমাত্র ব্র্যান্ড, যার আইফোন ব্যবহারকারীর ক্ষেত্রে ৬৯ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে উচ্চ আয়ের পূর্বাভাস দিয়েছে।
বর্তমানে স্মার্টফোন বাজারে অ্যাপলের আইফোনের দাম অন্যান্য ব্র্যান্ডের ফোনের তুলনায় অনেক বেশি। অ্যাপলের সর্বশেষ হাই অ্যান্ড আইফোন টেনের দাম ৯৯৯ মার্কিন ডলার। তাই অ্যাপলের আইফোন ব্যবহারকারীকে ধনী ব্যক্তি বলাই যায়।