আনোয়ারা আটক : নগদ টাকা-ফেনসিডিল উদ্ধার

0
9

চুয়াডাঙ্গার বেগমপুরের আলোচিত মাদক স¤্রাট বাক্কা খোড়ার স্ত্রী
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বেগমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও মাদক বিক্রির টাকাসহ মাদক স¤্রাট বাক্কার স্ত্রী আনোয়ারাকে আটক করেছে পুলিশ। স্বামী বাক্কাকে পলাতক আসামী ও স্ত্রী আনোয়ারাকে গ্রেফতার দেখিয়ে মামলা দায়ের করে মালামালসহ আসামীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খানের নির্দেশে থানার এসআই আব্দুস সায়েম গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিয়ান চালায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবু বক্কর ওরফে বাক্কা খোড়ার বাড়ির সন্নিকট স্কুল মাঠে। এ সময় সুবোধপুর বোয়ালমারি পাড়ার স্কুল মাঠ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৮৫ হাজার টাকাসহ মাদক স¤্রাট আবু বাক্কর ওরফে বাক্কা খোড়ার স্ত্রী আনোয়ারা বেগমকে (২৫) আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে সটকে পড়ে মাদক স¤্রাট বাক্কা।
এদিকে মাদক স¤্রাট আবু বক্কর ওরফে বাক্কাকে পলাতক ও গ্রেফতাকৃত আসামী আনোয়ারাকে আটক দেখিয়ে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, আবু বক্কর ওরফে বাক্কা একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। পুলিশি অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট বাক্কা পালিয়ে গেলেও স্ত্রী আনোয়ারা ২৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৮৫ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকসহ আনোয়ারাকে গ্রেফতার ও মাদকব্যবসায়ী বাক্কাকে পলাতক দেখিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।