টিটু,আনোয়ারা,চট্টগ্রাম(প্রতিদিন বাংলাদেশ)প্রতিনিধি :: আনোয়ারায় তিন হাজার লিটার চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। উপজেলার বারশত ইউনিয়নের বারশত গ্রাম থেকে ( ৬ আগস্ট) রোববার রাত ১১টায় অভিযান চালিয়ে নারী ও চোলাই মদ আটক করা হয়।
আনোয়ারা থানা সুত্রে জানায়, গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের বারশত গ্রামের খাঁর বাড়ির মোহাম্মদ আলমগীরের ঘরে রোববার রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। ওই সময় আলমগীর পালিয়ে গেলে পুলিশ তাঁর স্ত্রী খালেদা বেগমকে (৩০) আটক করে। অভিযানে তিন হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার হয়। আলমগীর ও তাঁর স্ত্রী পার্বত্য এলাকা থেকে মদ কিনে এনে বিক্রি করতো।
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, মদ ব্যবসার ব্যাপারে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে নারীসহ মদ উদ্ধার হয়েছে। মামলা দিয়ে খালেদাকে জেলে পাঠানো হয়েছে।