আনসারবাড়ীয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
20

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের অদূরে হারদা-চানপুর নামক রেলগেটে অরক্ষিত লেবেল ক্রসিং থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ। স্থানীয় ব্যক্তিরা গতকাল মঙ্গলবার সকালে হাত কাঁটা অবস্থায় এক ব্যক্তিকে ট্রেন লাইনের ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ হাত কাটা অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটির লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তরের মাধ্যমে জান্নাতুল মাওলা কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হবে।