নিউজ ডেস্ক:
অনেককেই আদা চা খেতে ভালোবাসেন। এটি মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা এই ধরনের অসুস্থতা থেকে শরীরকে সুস্থ রাখে।
আদা পাকস্থলীকে সুস্থ রাখে। এর ফলে আমাদের হজমশক্তিও বাড়ে। আদা চা পেটে ব্যথা দূর করে। আর্থারাইটিস কিংবা যেকোনও গাঁটে ব্যথা থেকে উপশম দেয় আদা চা।
অনেক সময়ই আমরা অতিরিক্ত চাপে হয়ে পড়ি। ফলে কোনও কাজে মনযোগ দিতে পারি না। এক আদা চা সব স্ট্রেস দূর করে দেবে। হাঁপানির কষ্ট দূর করতেও আদা চা খুবই উপকারী।