বুধবার (১৪ আগস্ট) তার পদচ্যুতির পক্ষে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। এমতাবস্থায় দেশটি আবারও নতুন করে রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হলো।
বুধবার কোর্টে ৯ জন বিচারপতি তার অপরাধ নিয়ে একটি ভোটা-ভুটিতে অংশ নেন। এতে প্রধানমন্ত্রীর পদচ্যুতির পক্ষে ভোট দিয়েছেন পাঁচজন বিচারপতি। আর বাকি চারজন বিচারপতি বিপক্ষে ছিলেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংবাদিকদের স্রেথা বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করি। তবে আমি আবারও জোর দিয়ে বলছি, যে সময়টা আমি ক্ষমতায় ছিলাম, সৎভাবেই দেশ চালাতে চেয়েছি। ‘
এর আগে ২০০৮ সালে আদালত অবমাননার দায়ে স্রেথা থাভিসিনকে ৬ মাসের জেল দেওয়া হয়েছিলো। সেসময় তিনি একটি জম সংক্রান্ত কাজে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে ঘুষ দেওয়ার চেষ্ঠা করেছিলেন।
সূত্র: আল-জাজিরা