নিউজ ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল নিয়ে আইন মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায় আলোচনা করা হবে। আজ সকাল ১১টায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে আইন মন্ত্রণালয়ে এ সভা ডাকা হয়েছে।
এরআগে গত ১৬ মে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ এর খসড়া নিয়ে মতবিনিময় সভা হয়। আজ ওই মতবিনিময়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে আইসিটি আইনের ৫৭ ধারা থাকবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রণালয়ে যাচাই-বাছাই অবস্থায় রয়েছে।