নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের দুই প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, লন্ডন যাত্রার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা, লন্ডনে অবস্থানকালীন দলের সব কর্মকাণ্ড সমন্বয় করার দায়িত্ব ন্যস্ত এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলতেই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।