নিউজ ডেস্ক:
আগামী ২৫ থেকে ৩০ বছর পর তৈরি পোশাক বা গার্মেন্টস খাত দেশের প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, আগামীতে প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে গার্মেন্টস খাত। এখন ভারত ও চীন থেকে যে কটন আমদানি করা হয় তাতে নানা জটিলতা রয়েছে। আফ্রিকা থেকে ব্যাপক আকারে কটন আমদানির সম্ভাবনা এখন কাজে লাগাতে হবে। পাশাপাশি কটন আমদানি বাড়ানো ও সহজ সুযোগ সৃষ্টি করতে হবে।
গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ‘বি টু বি’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশে ক্রেতাদের যোগাযোগের মাধ্যমে আন্তঃব্যবসায়িক সর্ম্পক জোরদার করা যেতে পারে।
বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, আমাদের দেশে আফ্রিকান কটনের ব্যবহার বাড়ানোর জন্য আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রচেষ্টা চলছে আফ্রিকা থেকে যেন বড় আকারে তুলা আমদানি করা যায়। আফ্রিকানরাও এতে আগ্রহী। এখন দুপক্ষের মধ্যে ব্যবসায়িক সর্ম্পক জোরদারের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
সম্মেলনে আফ্রিকান কটনের ব্যবহার ও এর গুণাগুণ সর্ম্পকে অবগত করা হয়।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী হানি সালেম সনবল, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।