নিউজ ডেস্ক:
গ্রীষ্মে আইসক্রিমের মতো ভাল খাবার আর হতে পারে না। কিন্তু সেই আইসক্রিম খেতে গিয়ে অসুস্থ হল একাধিক শিশু। কারণ আইসক্রিমের মধ্যে ছিল টিকটিকি। ঘটনাটি ঘটেছে ভারতের চন্দ্রকোনা থানার বাচকা গ্রামে। ঘটনার পরই গ্রামে উত্তেজনা ছড়ায় ওই আইসক্রিম বিক্রেতাকে নিয়ে। তবে প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে, শিশুদের অবস্থা এখন স্থিতিশীল।
শুক্রবার বাচকা গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আইসক্রিমের গাড়ি নিয়ে ফেরি করতে গিয়েছিলেন বিকাশ হাতি। বিকাশ চন্দ্রকোনার নিলাপাট গ্রামের বাসিন্দা। দুপুরে ছিল সেই গ্রামের অনুষ্ঠান। হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে প্রায় ২৫-৩০ জন সাত-আট বছরের শিশু তার কাছ থেকে আইসক্রিম কিনে খায়।
ওই শিশুদের মধ্যেই সাত বছর বয়সের প্রদীপ খামরুই দেখে যে, আইসক্রিমের কাঠির ভিতরে একটি মৃত টিকটিকি রয়েছে। দেখার পরেই প্রদীপ বমি করতে থাকলে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাকি শিশুরাও।
এরপর গ্রামবাসীরা ওই আইসক্রিম বিক্রেতাকে আটকে রাখে। অসুস্থ শিশুদের মধ্যে পাঁচজনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তবে প্রদীপ খামরুই চন্দ্রকোনা হাসপাতালে এখনও চিকিৎসাধীন। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা গাফিলতির অভিযোগ তোলেন আইসক্রিম তৈরির কারখানার বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই আইসক্রিম কারখানার মালিক ভোলানাথ নন্দী। মালিককে ঘিরে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। পরে পুলিশে খবর দেওয়া হলে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে ওই আইসক্রিম বিক্রেতাকে উদ্ধার করে। শিশুদের নিয়ে আতঙ্ক থাকলেও চিকিৎসকরা অভয় দিয়েছেন সকলকে।