নিউজ ডেস্ক:
ঘরের মাঠে আইপিএলে জয়ে ফিরল পঞ্জাব। মুম্বাইকে ৮ আউটেকে হারাল গেইল-মিলাররা। সেই সাথে এ ম্যাচে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। আইপিএলে ৩০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি।চলতি আইপিএলে ফর্মের তুঙ্গে রয়েছেন গেইল। আইপিএলের চলমান ১২তম আসরে এ মাইলফলকে পৌঁছানো পর্যন্ত ৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার।
শনিবার (৩০ মার্চ) মুম্বাইয়ের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে মাইকেল ম্যাকলেঞ্জকে টানা দুটি ছক্কা হাঁকিয়ে আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছয় মারার রেকর্ড গড়েন গেইল।আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে খেলতে নেমে রাজস্থান রয়েলসের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান ক্যারিবীয় এই ওপেনার। ৪৭ বলে আট চার ও চারটি ছক্কায় ৭৯ রান করেন গেইল। দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে ব্যাটিং ঝড় তুলে আউট হয়ে যান গেইল। কলকাতার বিপক্ষে ১৩ বলে দুই চার ও দুটি ছক্কায় করেন ২০ রান।শুধু ছক্কা হাঁকানোই নয়, আইপিএলে ৩৩৩টি চার মারেন গেইল। আইপিএলে শনিবারের আগে ১১৪ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি এবং ২৫টি ফিফটির সাহায্যে ৪১.৩৪ গড়ে ৪ হাজার ৯৩ রান করেন গেইল।ছক্কা হাঁকানোর দিক থেকে গেইলের পরেই রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক আইপিএল খেলছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ১৪৩ ম্যাচ খেলে ১৯৩টি ছক্কা হাঁকান ভিলিয়ার্স। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭৭ ম্যাচে হাঁকান ১৮৭টি ছক্কা।